ভিশন ও মিশন
গাইবান্ধা জেলাধীন গোবিন্দগঞ্জ উপজেলার অর্ন্তগত একটি আদর্শ বিদ্যাপিঠ। শিক্ষা প্রদানের ক্ষেত্রে বিদ্যালয়টি পাঠ্যবইয়ের পাশাপাশি শিক্ষার্থীর নৈতিক, আধ্যাত্মিক ও মানসিক জীবন গঠন, সহশিক্ষা কার্যক্রম পরিচালনা এবং শিক্ষা বান্ধব পরিবেশ সৃষ্টিতে সদা সচেষ্ট। যা একজন শিক্ষার্থীর সুপ্ত প্রতিভা বিকাশে একজন আদর্শ মানুষ হিসাবে গড়ে উঠতে সহায়ক ভূমিকা পালন করে।
আমাদের স্বপ্ন, উদ্দেশ্য ও লক্ষ্যঃ
Vision (স্বপ্ন)ঃ
আমাদের স্বপ্ন শিক্ষার্থীকে মানবিক মূল্যবোধে গঠনদানের মাধ্যমে জীবনমুখী শিক্ষায় শিক্ষিত করে তোলা।
Mission (উদ্দেশ্য)ঃ
মিশনারী শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে শিক্ষার্থীদের কথা, আচরণ, মানবিক ও নিজ নিজ ধর্মীয় মূল্যবোধে গঠন দানের মাধ্যমে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলকেই উদার, নৈতিক মূল্যবোধে বলীয়ান, সেবাপরায়ন ও দেশপ্রেমিক মানুষ হিসাবে গড়ে তোলা।
Goal (লক্ষ্য)ঃ
আমাদের বিদ্যালয়ের লক্ষ্য হলো-
- “শিক্ষা, সেবা, প্রগতি”- এই মূল নীতিতে জীবন গঠন।
- ছাত্র-ছাত্রীদের মাঝে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের জন্য শিক্ষা ও পারস্পরিক সহযোগিতা, সহভাগিতা ও সহমর্মিতার মনোভাব গড়ে তোলা।
- প্রকৃত শিক্ষার মাধ্যমে আলোকিত মানুষ গড়ে তোলা।
- সুবিধা বঞ্চিত ও পিছিয়ে পড়া ছাত্র-ছাত্রীদের শিক্ষার সুযোগ সৃষ্টি করা।
- দেশপ্রেমে উদ্বুদ্ধ সুনাগরিক গড়ে তোলা।
- শিক্ষা বান্ধব পরিবেশ সৃষ্টি।